তাপস পাল এর এই রূপসী মেয়ের শুরুর দিনগুলো কেমন ছিল! দেখুন, মন মাতানো সেই ছবিগুলো:
আরও পড়ুন: নেশার জন্য বন্ধুর কাছে টাকা চেয়ে পাননি, অবশেষে বন্ধুকে কুচি কুচি করে খুন!
এখন তাপস পালের মেয়ে সোহিনী পাল হিন্দি টেলিভিশন জগতের খুবই পরিচিত মুখ।
একেবারে কেরিয়ারের শুরুর দিকের ছবি।
আরও পড়ুন: ‘বাবা’র ঔরসে মা হলো ১২ বছরের কিশোরী। পুরোটা পড়ুন চোখ কপালে উঠে যাবে….
একই ড্রেসে ভিন্ন লুকে সোহিনী।
তখন সে অনেক ছোট!
আরও পড়ুন: স্বামীর সাথে স্ত্রীর রক্তের গ্রুপ মিলে গেলে কি হয় জানেন? জানুন অবাক হবেন…
প্রথম টেলিভিশনের পর্দায় তিনি পা রাখেন ২০০৪ সালে।
হাঁসিখুশি সোহিনী।
আরও পড়ুন: আসল 10 Years Challenge যা দেখে আঁতকে উঠবেন আপনি
বাবা তাপস পালের সাথে মেয়ে সোহিনী পাল।
ফটোশ্যুটে অভিনেতা তাপস পালের রূপসী মেয়ে সোহিনী পাল।
আরও পড়ুন: আপনার ফেসবুক অ্যাকাউন্ট সুরক্ষিত আছে তো? জেনে নিন এই সহজ উপায়ে
খুঁশির খোস মেজাজে তোলা একটি ছবি
২০০৬ সালের একটি ফোটোশ্যুটের ছবি।
আরও পড়ুন: এই ঠান্ডায় উষ্ণতা আরও বাড়িয়ে দিল নায়িকা দর্শনার এই হট লুকগুলো! দেখে নিন ছবিতে ছবিতে:
এখন তিনি হিন্দি টেলিভিশন সিরিয়ালে অভিনয় করেন।
তবে, সোশ্যাল মিডিয়ায় কিন্তু তিনি তেমন একটা সক্রিয় নন।
এখন তাঁর বয়স ৩২ বছর।
আরও পড়ুন: পৃথিবী বিখ্যাত দুই লাইনের ১৮ টি ভূতের গল্প পড়ুন …😱