বছরের শুরুতেই একের পর এক নতুন চমকপ্রদ অফার নিয়ে হাজির রিলায়েন্স জিও। এখন অনেক সস্তায় জিও গ্রাহকেরা পাচ্ছে প্রচুর ডাটার সাথে কলেরও সুবিধা। এ রকম ৫০ টাকার নিচে রিলায়েন্স জিও এর রিচার্জ প্যাকের তালিকা রইলো, এক নজরে দেখে নিন:
এখন রিলায়েন্স জিও’তে ১০ টাকার টপ-আপ রিচার্জে আপনি পাবেন ৭.৭০ টাকা টকটাইম।
আর মাত্র ১১ টাকার ফোর জি ডাটা ভাউচার রিচার্জে আপনি পেয়ে যাবেন ৪০০ এমবি ডাটা।
এ ছাড়াও ২০ টাকার টপ আপ রিচার্জ দ্বারা আপনি পেয়ে যাবেন ১৫.৩৯ টাকার টকটাইম।
আর ২১ টাকার ফোর জি ডাটা ভাউচার রিচার্জে আপনি পাবেন ১ জিবি হাই স্পিড ডাটা।
এ ছাড়াও আপনি ৫০ টাকার টপ আপ রিচার্জ করলেই পেয়ে যাবেন ৪০.৪৮ টাকা টকটাইম।
আর মাত্র ৫১ টাকার ফোর জি ডাটা ভাউচার রিচার্জে করলে আপনি পাবেন ৩ জিবি হাই স্পিড ডাটা।
এই প্যাকগুলির প্রতিটিই আপনি “মাই জিও অ্যাপ” এবং জিও’র নিজস্ব ওয়েবসাইটে পেয়ে যাবেন। সেখান থেকে আপনি চাইলে রিচার্জও করতে পারবেন।