Krishnanagar
সংবাদ

নদিয়ায় সারা ভারত কৃষক সভা এবং ক্ষেতমজুর ইউনিয়নের পক্ষ থেকে বিক্ষোপ!

নদিয়ায় কৃষ্ণনগর 1 নম্বর পঞ্চায়েত সমিতি’র অফিসের সামনে আজ সারা ভারত কৃষক সভা ও ক্ষেতমজুর ইউনিয়নের পক্ষ থেকে বিক্ষোভ দেখানো হয়।

Krishnanagar

দীর্ঘদিন লকডাউনের জেরে কাজ হারানো সমস্ত দিনমজুর সহ শ্রমিক এবং ক্ষেতমজুরিদের অ্যাকাউন্টে ন্যূনতম 10 হাজার টাকা দেওয়ার দাবি সহ একাধিক দাবিতে তাদের এই বিক্ষোভ।

আরও পড়ুন: গরিবদের বিদ্যুৎ বিল মুকুবের দাবিতে নদিয়ার কৃষ্ণনগরে BJP এর বিক্ষোভ! ভিডিওতে দেখুন:

সারা ভারত কৃষক সভার লক্ষ্য ছিল, ক্ষেতমজুর সহ অন্যান্য দিনমজুরদের ন্যূনতম 10 হাজার টাকা তাদের অ্যাকাউন্টে দিক সরকার।

দীর্ঘদিন ধরে লকডাউনের জেরে দেশের বেশির ভাগ দিনমুজুরই কাজ-ছাড়া। এই দুর্দিনে সরকারের উচিত তাদের পাশে দাড়ানোর।

আরও পড়ুন: অবশেষে কোটায় আটকে থাকা নদিয়ায় বেশ-কিছু পড়ুয়াদের ফেরানো হল!

ছোটদের ভজন হিসেবে নিয়েছেন। সামাজিক দূরত্ব মেনেই কৃষক সভার সদস্যরা বিক্ষোভ দেখায়।

রিপোর্টার: এস. মোদক

আরও পড়ুন: মুক্তি পেল শাহরুখ খানের মেয়ে সুহানার প্রথম হলিউড ছবি! ফুল ভিডিও দেখুন

বাংলায় ভাইরাল ভাইরাল খবর, লেটেস্ট নিউজ, বিনোদনমূলক পোস্ট ও আন্তর্জাতিক খবর পড়তে লাইক করুন আমাদের ফেসবুক পেজ-Bengali Viral News