T-20 বিশ্বকাপ বাতিল হলেই আইপিএল 13 (IPL) শুরু হতে পারে সেপ্টেম্বরের 26 তারিখ থেকে! চলবে টানা 8 ই নভেম্বর পর্যন্ত। আর ভারতীয় ক্রিকেট বোর্ড (BCCI) যেভাবে এগোচ্ছে, তাতে মনে করা হচ্ছে যে, বিশ্বকাপ বাতিলের খাতাতেই চলে যাবে।

আইপিএল 13

কারণ, গত মঙ্গলবারই অস্ট্রেলিয়ার ক্রিকেট বোর্ড জানিয়ে দিয়েছে যে, এ বছর T-20 বিশ্বকাপ হওয়াটা প্রায় অসম্ভব।

আর তাই, ভারতীয় ক্রিকেট বোর্ডের অন্দরমহলের খবর, সব কিছু ঠিকঠাক থাকলে আগামী সেপ্টেম্বরের 26 তারিখ থেকেই শুরু হতে চলেছে আইপিএল 13 (IPL)।

আরও পড়ুন: কড়া সিদ্ধান্ত দাদার! এবার থেকে রিহ্যাবের জন্য NCA -তে যেতেই হবে সবাইকে…

আর তা হবে ঘরের মাঠেই। তবে, অবশ্যই তা ফাঁকা স্টেডিয়াম হবে অর্থাৎ, দর্শক-শূন্য স্টেডিয়ামেই আইপিএল 13 (IPL) খেলা হবে।

আইপিএল 13

এখনও পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী, ভেনুতেই খেলাগুলি হবে। তবে, দেশের কোন দু’টি ভেনুতে আইপিএল 13 এর খেলাগুলি হবে, তা এখনও পর্যন্ত ঠিক করা হয়নি।

তবে, সূত্রের খবর অনুযায়ী- চেন্নাই, ব্যাঙ্গালোর এবং মুম্বাইয়ের মধ্যে যে কোনো দু’টি ভেনুতে আইপিএল 13 এর খেলাগুলি হবে।

আরও পড়ুন: এবার থেকে সমস্ত ম্যাচের আগেই বাজাতে হবে ভারতের জাতীয় সঙ্গীত!

তবে, চীনা ভাইরাস করোনা ছোবলেঁ মুম্বাইয়ের অবস্থা খুবই সংকটপূর্ণ ও ভয়াবহ।

সেপ্টেম্বরের মধ্যে যদি মুম্বাইয়ের পরিস্থিতি স্বাভাবিক হয়ে ওঠে, তাহলে প্রথম ভেনু হিসাবে মুম্বাই-ই পছন্দের।

আইপিএল 13

কারণ, মুম্বাইয়ে হোটেল এবং অন্যান্য বিষয়গুলি খুবই সহজলভ্য। এ ক্ষেত্রে আইপিএল 13 এর ম্যাচ আয়োজনের ক্ষেত্রেও তেমন সমস্যা হবে না।

আর মুম্বাইয়ের পরিস্থিতির যদি উন্নতি না হয়, তাহলে চেন্নাই বা ব্যাঙ্গালোরে আইপিএল 13 আয়োজন হবে। তবে, চীনা ভাইরাস করোনার ছোবলেঁ চেন্নাইয়েরও পরিস্থিতি খুব খারাপ।

আরও পড়ুন“আমাকেও বাদ দেওয়ার জন্য অজুহাত খুঁজতে নেমে পড়েছিল ওরা”, বিস্ফোরক যুবরাজ!

ভারতীয় ক্রিকেট বোর্ড (BCCI) অবশ্য সমস্ত প্লেয়ারদের জন্য চার্টার্ড ফ্লাইটের ব্যবস্থাও করে রাখবে।

হোটেলেও সমস্ত স্বাস্থ্য-বিধি মেনেই চলতে হবে। প্লেয়ারদের যাতে কোনো রকম সমস্যা না হয়, সে দিকেও পুরো নজর রাখা হবে।

আইপিএল 13

তবে, এখন সব কিছুই নির্ভর করছে আইসিসি’র (ICC) বৈঠকের উপরই।

আরও পড়ুন: হার্দিক পান্ডে কে “কালু ভাই” বলায় সোশ্যাল মিডিয়ায় তুলুম বিতর্কের ঝড়!

প্রতিবেদনটি ভালো লাগলে শেয়ার করবেন আপনার বন্ধুদের সাথে। ধন্যবাদ।।

বাংলায় ভাইরাল ভাইরাল খবর, লেটেস্ট নিউজ, বিনোদনমূলক পোস্ট ও আন্তর্জাতিক খবর পড়তে লাইক করুন আমাদের ফেসবুক পেজ-Bengali Viral News